শনিবার; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীর অভাবে কুড়িগ্রাম হাসপাতাল এখন নিজেই রোগী রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত সিলেট গ্রেফতার সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সুরের ভেলা পর্ব -১২৩ অনুষ্ঠিত

ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস ও সাধারণ সম্পাদক শিপন

প্রকাশিত: শুক্রবার; ১ মার্চ, ২০২৪ খ্রি. - ০৯:৫১ পি.এম. | দেখেছেন: ১৩৪৩ জন।

ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস ও সাধারণ সম্পাদক শিপন

রাকিবুল ইসলাম রাকিব

স্টাফ রিপোর্টার:

 

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপনকে মনোনীত করে নাম ঘোষনা করা হয়।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হলো। নবগঠিত এ আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভাপতি সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য বিলপ্ত সাবেক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ছিলেন। 

তাছাড়াও তিনি জগন্নাথ হল ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআর) ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য বিলপ্ত সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইইআর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন সভাপতি হিসেবে খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর প্রায় দেড় বছর পর আজ ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন করা হলো। 

গণেশ চন্দ্র রায় সাহস লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসীন্দা। সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হওয়ায় তার নিজ জেলা লালমনিরহাটের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এর পাশাপাশি তার এলাকার সর্বস্তরের জনগণ খুশি হয়েছে। তার এলাকার কয়েকজনের সঙ্গে সাহসের বিষয়ে কথা বলে জানা যায়, সে মেধাবী ছাত্র। বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হওয়ায় আমরা তাকে নিয়ে গর্ববোধ করি।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন