বুধবার; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বেজির সাথে মানুষের বন্ধুত্ব, শুক্কুর আলী করেছেন অনন্য সাধন নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জমি অধিগ্রহণ বন্ধ থাকায় ব্যাহত কুড়িগ্রামের রাস্তা উন্নয়ন কাজ ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেফতার উলিপুরে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

মোহনপুরে রউফকে হত্যার উদ্দেশ্যে হামলা

প্রকাশিত: মঙ্গলবার; ৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. - ০৩:৫৯ পি.এম. | দেখেছেন: ৮৭ জন।

মোহনপুরে রউফকে হত্যার উদ্দেশ্যে হামলা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন


মোঃ আলাউদ্দীন মন্ডল

রাজশাহী :

 


রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইল ডি এস কামিল মাদ্রাসার সহকারি মৌলভী আব্দুর রউফ কে দুর্বৃত্তরা বিভিন্ন অস্ত্র দিয়ে তার দুই হাত ভেঙেছেন এবং মাথা ফাটিয়ে দিয়েছেন । আহত অবস্থায় আব্দুর রউফ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় ১৫ থেকে ২০ টা সেলাই পড়েছে।

 

আহত আব্দুর রউফ বলেন (২ সেপ্টেম্বর) সোমবার দুপুর ২ টার সময় বাড়ি থেকে বের হলে হঠাৎ করে ৯০ থেকে ১০০ জন সন্ত্রাসী আমাকে বিভিন্ন অস্ত্র দিয়ে লোহা,হেসে , লাঠি, আমাকে মেরে ফেলার জন্য মারতে থাকে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে মোটরসাইকেল টিভি সাথে ২ লক্ষ টাকা তারা নিয়ে যায়। তিনি আরো বলেন যে আমার সাথে সাথে আমার ছেলেকেও আঘাত করেছেন আমরা বাবা ছেলে দুজনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।

 

আহত আব্দুর রউফ কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ধুরইল ডি এস কামিল মাদরাসার অবৈধ প্রিন্সিপাল নিয়োগে অধ্যক্ষ মোঃ দুরুল হুদার বিরুদ্ধে সংবাদ সম্মেলন কড়াই তার নেতৃত্বে তিনি তার লাঠি বাহিনী দিয়ে আমাকে এবং আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মেরেছেন। এ মত অবস্থায় আমি অজ্ঞান হয়ে গেলে তারা  মনে করেছে মারা গেছে বলে চলে যান। তিনি কয়েকজন সন্ত্রাসীর নাম উল্লেখ করেন যেমন  হাজী মহাসিন, জিন্নাত ও কলাম পিতা - মংলা, হাজী মহাসিন এর দুই ছেলে আলামিন,ও আমিনুল,মোঃ মিলন ও সুমন পিতা- আজিজ মণ্ডল , আব্দুল বারী, পিতা আক্কাস,এখলাস পিতা- সোরাব, আব্দুর রহমান পিতা - আব্দুর রাজ্জাক সহ ৯০ থেকে ১০০ জন।

 

তিনি আরো জানান এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্থ তদন্ত এবং আইনগত ব্যবস্থা করা হোক। এ বিষয়ে তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে মোহনপুর থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন