শুক্রবার; ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ছাত্রদল সভাপতিকে মারপিট করায় ছাত্রদল সদস্য বহিস্কার বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার

সারিয়াকান্দি পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের ইফতার মাহফিল

প্রকাশিত: শুক্রবার; ২১ মার্চ, ২০২৫ খ্রি. - ০৭:৫২ পি.এম. | দেখেছেন: ৩১ জন।

সারিয়াকান্দি পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের ইফতার মাহফিল

 


মোঃ মনিরুজ্জামান জাহিদ

বগুড়া জেলার সংবাদদাতা:

 

 

 

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে  জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাহফিলটি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

 

উক্ত ইফতার মাহফিলের সঞ্চালনা করেন জামায়াতের পৌর সেক্রেটারি মমিনুর ইসলাম সেলিম। মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি শাখার আমির অধ্যাপক মাওঃ রেজাউল করিম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সম্পাদক, দৈনিক সাতমাথা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, জেলা কর্ম পরিষদ সদস্য, বগুড়া জেলা জামায়াত।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওঃ মোঃ তোফাজ্জল হোসেন, নায়েবে আমির, অধ্যাপক মাওঃ ইকবাল হোসেন, উপজেলা আমির সারিয়াকান্দি, অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা আমির সহ অন্যান্য প্রমুখ।

 

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা পবিত্র রমজান মাসের মাহাত্ম্য তুলে ধরে সমাজে শান্তি, ঐক্য এবং সহমর্মিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা সবাইকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে একে অপরকে সাহায্য করার আহ্বান জানান।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন