দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে কবি,ঔপন্যাসিক, সাহিত্যে সম্পাদক-সাবিনা সিদ্দিকী শিবা

আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান শেষে হয়ে,পবিত্র ঈদুল ফিতর সন্ধিক্ষণে চলে এলো।এক মাস সিয়াম সাধনের পর মুসলিম জাতির জীবনে খুশির বারতা নিয়ে আসে ঈদুল ফিতর।
রোজা মনুষ্যত্ব পরিচয় বহন করে।সংযমের রাস্তা প্রসস্থ করে।রমজান মানুষের ত্যাগের মহিমা শিখায়।ঈদ মানুষের ভেদাভেদ ভুলে সম্পাতি হতে শেখায়।মানুষের মনে লোকায়তিক পাপগুলো পরিসুদ্ধ করার জন্য বেশিবেশি আমল করতে শিখায়।
ঈদুল ফিতর উপলক্ষে আমি সকল মুসলিম জাতির তথা সমস্ত মানব জাতির জন্য, সুখ সমিদ্ধ শান্তি কামণা করছি।কাছে এবং দূরে আমার সকল শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে গাজার মুসলিম জাতির উপর অত্যাচারের পরিসমাপ্তির জন্য মহান রবের নিকট ফরিয়াদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন