শুক্রবার; ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ছাত্রদল সভাপতিকে মারপিট করায় ছাত্রদল সদস্য বহিস্কার বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার

গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন

প্রকাশিত: মঙ্গলবার; ১৮ মার্চ, ২০২৫ খ্রি. - ০৭:১৪ পি.এম. | দেখেছেন: ৫০ জন।

গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন


 

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরুপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে রংপুরে (ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে) স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন করা হয়। 

 

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে অপরাজিতা-২৪, রংপুরের (একটি সামাজিক ও সাস্কৃতিক সংগঠন) আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান ১-৩৬ জুলাই,২০২৪ নিয়ে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।রংপুরের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অপরাজিত-২৪ (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) এর উদ্যোগে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে সম্পাদনায় ছিলেন মুসতানসির মুয়াদ, ফেসবুক পেজ অপরাজিত-২৪, মুদ্রণে প্রগতি প্রেস।অনুষ্ঠানে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বোন সুমি খাতুন, শহীদ তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রোকসানা বেগম, কালের কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, সাইরেন সাহিত্য পত্রিকার উপদেষ্টা সালমান সিদ্দিকী। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক রাজু বাসফোর।অনুষ্ঠানের শুরুতে জুলাই/২৪ এর স্মৃতিচারণ করা হয় পরে ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন