বিজ্ঞাপন
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞাপন
স্টাফ রিপোর্টার:
রংপুর সাহিত্য - সংস্কৃতি পরিষদের ১১৩৮ তম সাহিত্য বৈঠক ০৫ই জানুয়ারি ২০২৪ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি হেলেন আরা সিডনি, হাই হাফিজ, খন্দকার মাহফুজার রহমান, আফজাল হোসেন। কবিতা আবৃত্তিতে অংশ নেন, বিশিষ্ট বাচিক শিল্পী প্রফেসর মোহাম্মদ শাহ আলম, মামুন উর রশিদ, জেসমিন আরা, ফাইজা নাওয়ার (রোদেলা), সুমাইয়া বিনতে শুধু। সাহিত্য ও সংস্কৃতির নানাদিক তুলে ধরে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খান (খাজা), পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান, শ ম আমজাদ হোসেন সরকার, এ এস এম হাবিবুর রহমান, পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন।
ভোট নিয়ে লেখা একগুচ্ছ ছড়া পাঠ করেন কবি আতাউল করিম অতুল। চুটকি পরিবেশন করেন, সালমা হোসেন পপি। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। বৈঠকে পরিষদ সহ সভাপতি সুনীল সরকারকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরিষদের সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জেসমিন আরার কন্যা ফাইজা নাওয়ার (রোদেলা) এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পরিষদ উপদেষ্টা নারায়ণ চন্দ্র বর্মা, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী রতন কুমার সরকার।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন