বিজ্ঞাপন
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বিজ্ঞাপন
০৭ই ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৯৮ তম সাহিত্য বৈঠক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.নাসিমা আকতার। পিঠার আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
আলোচনায় আরও অংশ নেন পরিষদের সাবেক সভাপতি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, আনওয়ারুল ইসলাম রাজু, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, উপদেষ্টা লেখক এড. মাসুম হাসান। স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তিতে অংশ নেন, সুনীল সরকার,হাই হাফিজ,আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ, হাসনাইন রাব্বি, এটিএম মোর্শেদ, মল্লিকা শর্মা, নাসরিন নাজ,জয় রাজ, পূর্ণিমা রাজ, মীরা রায়, মারুফ হোসেন মাহাবুব।
সঙ্গীত পরিবেশন করেন ড.নাসিমা আকতার ও মল্লিকা শর্মা।পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম। বৈঠকে পরিষদের আজীবন সদস্য কবি খেয়ালি মোস্তফার অসুস্থ সহধর্মিণীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি খেয়ালি মোস্তফা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য শিক্ষক, কবি, আবৃত্তিকার মারুফ হোসেন মাহাবুবকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় বৈঠকে। এক সপ্তাহে তিনটি কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য পরিষদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান সভাপতি ড.নাসিমা আকতার ও সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক শফিকুল ইসলাম,পুষ্পজিৎ রায়,তাপস কুমার রায়, আলমগীর হোসেন আলো, সন্তোষ কুমার সরকার,রেজিনা সাফরিন,সুমী, ইয়ামিন বসুনীয়া, নুর আলম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন পরিষদের সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। শেষে উপস্থিত সকলে হরেকরকম পিঠার স্বাদ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন