শুক্রবার; ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ছাত্রদল সভাপতিকে মারপিট করায় ছাত্রদল সদস্য বহিস্কার বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার

সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৪জন নারী শিক্ষার্থীকে জয়ী শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: শনিবার; ১৫ মার্চ, ২০২৫ খ্রি. - ১০:০২ পি.এম. | দেখেছেন: ১৬ জন।

সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৪জন নারী শিক্ষার্থীকে জয়ী শিক্ষাবৃত্তি প্রদান

 

 

 

নারী দিবস উপলক্ষে উত্তরবঙ্গের অস্বচ্ছল ও অদম্য নারী শিক্ষার্থীদের কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ২য় বার “জয়ী শিক্ষাবৃত্তি ২০২৫” প্রদান।

 

এবারে ৪ জন নারী শিক্ষার্থীকে জয়ী শিক্ষাবৃত্তি প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে শিক্ষার্থীকে এক বছরের জন্য ২৪০০০/- টাকা প্রদান করা হবে। প্রথম ধাপে ৮০০০/- টাকার চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলেন ১. মোছা. হাবিবা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অর্থনীতি বিভাগ ২. সাফা সুলতানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২য় বর্ষ ইংরেজি বিভাগ ৩. রজনী খাতুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এমএ প্রথম সেমিস্টার অর্থনীতি বিভাগ প্রমুখ।

 

শনিবার বিকাল ৪টায় আইডিয়া পাঠাগারে ফিরেদেখা’র ৩৫৫ তম মননপাঠের আসরে নির্বাচিতদের হাতে চেক তুলে দেন কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, কবি এ এসএম হাবিবুর রহমান, সাংবাদিক লাবনী ইয়াসমিন লুনি, জিনাত মলি, মোজাম্মেল হক, মোশাররফ হোসেন, ফিরেদেখা’র বেরোবি শাখার সভাপতি আল আমিন ইসলাম, শফিকুল ইসলাম আবির, শামসুর সালেহীন স্বাক্ষর প্রমুখ।

 

সঞ্চালনা করেন সাকিল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাপস মাহমুদ। চেক প্রাপ্ত অস্বচ্ছল শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা অঙ্গীকার করেন যে জয়ী শিক্ষাবৃত্তি পেয়ে উচ্চ শিক্ষা অর্জন শেষে কমপক্ষে একজন শিক্ষার্থীকে হলেও তাকে উচ্চ শিক্ষা অর্জনে সহযোগিতা করবেন। শেষে সকলেই ইফতারে অংশগ্রহণ করেন ।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন