বিজ্ঞাপন
যেসব কাজ করলে রোজা ভেঙে যায়
বিজ্ঞাপন
মোঃ আব্দুল আউয়াল বাবু
স্টাফ রিপোর্টার:
আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা। রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমরা অনেকেই জানি না যে, রোজা রেখে কী কী কাজ করা যাবে কিংবা কী করা যাবে না। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকার নাম রোজা। রমজানের রোজা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এই রোজা হতে হবে ত্রুটিমুক্ত। রোজা আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে বড় আমল। সন্তুষ্টি অর্জনের উজ্জ্বল সোপান। রোজা পালনের ফজিলত ও প্রতিদান দেন আল্লাহ নিজেই।
আল্লাহ বলেছেন, ‘সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। ’ -সহিহ বোখারি: ১৮৯৪ রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, রমজানে মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। রমজান মাসের কল্যাণ ও বরকত লাভের জন্য যেসব কাজ বর্জন ও করা উচিত তা-ই আজকের আলোচনার করবো ইনশাআল্লাহ। মোট ৭টি কারণে রোজা ভঙ্গ হয়।
১. সহবাস সহবাস করলে রোজা নষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা পানাহার কর, যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কারভাবে ফুটে ওঠে। অতঃপর সাওম-কে রাতের আগমন পর্যন্ত পূর্ণ কর।’ (সূরা আল-বাক্বারাহ: ১৮৭)। রোজা রেখে সহবাস করা বড় গুনাহের কাজ। যে ব্যক্তি রমজানে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। বীর্যপাত হোক বা না হোক। তার জন্য তওবা করা, সেদিনের রোজা পূর্ণ করা, রমজানের পরে রোজার কাজা করা ও কাফফারা আদায় করা আবশ্যক। (বুখারি: ১৯৩৬; মুসলিম: ১১১১)
২. হস্তমৈথুন হস্তমৈথুন বলতে বোঝায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত ঘটানো। হস্তমৈথুন রোজা নষ্ট করে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘সে আমার কারণে পানাহার ও যৌনকর্ম পরিহার করে।’ (মুসলিম: ১১৫১) সুতরাং যে ব্যক্তি রমজানে দিনের বেলায় হস্তমৈথুন করবে, তার জন্য তওবা করা, সেদিনের বাকি সময় উপবাস থাকা এবং রমজানের পরে রোজাটির কাজা পালন করা আবশ্যক। আর হস্তমৈথুন শুরু করে বীর্যপাত হওয়ার আগে বিরত হলে রোজা ভাঙবে না।
৩. পানাহার মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলীতে পৌঁছালে তা পানাহার গণ্য হবে। রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও পানাহার করলে রোজা ভঙ্গ হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন, তা তালাশ করো। আর পানাহার করো—যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে...।’ (সুরা বাকারা: ১৮৭) একইভাবে নাক দিয়ে কোনো কিছু পৌঁছানোও পানাহারের অন্তর্ভুক্ত। নবী (সা.) বলেছেন, ‘রোজাদার না হলে তুমি ভালোভাবে নাকে পানি দাও।’ (সুনানে তিরমিজি: ৭৮৮) যা পানাহার বলে গণ্য হবে খাবারের বিকল্প হিসেবে ইনজেকশন পুশ করা। কারণ, এমন ইনজেকশন নিলে পানাহারের প্রয়োজন হয় না। (মাজালিসু শারহি রমাদান: পৃ.৭০) তবে, যেসব ইনজেকশন পানাহারের বিকল্প নয়; বরং চিকিৎসার জন্য দেওয়া হয়, যেমন ইনসুলিন, পেনিসিলিন কিংবা শরীর চাঙা করার জন্য দেওয়া হয় কিংবা টিকা হিসেবে দেওয়া হয়—এগুলো রোযা নষ্ট করবে না। এসব ইনজেকশন মাংসপেশিতে দেওয়া হোক কিংবা শিরাতে দেওয়া হোক। (শায়খ মুহাম্মদ বিন ইবরাহিমের ফতোয়া সমগ্র: ৪/১৮৯) তবে বাড়তি সাবধানতা হিসেবে এসব ইনজেকশন রাতে নেওয়া উত্তম।
৪. শিঙা লাগিয়ে রক্ত বের করা শিঙা লাগিয়ে রক্ত বের করলে রোজা নষ্ট হবে। নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি শিঙা লাগায় ও যার শিঙা লাগানো হয় উভয়ের রোজা নষ্ট হবে। (আবু দাউদ: ২৩৬৭) তবে কোনো কারণে রক্তক্ষরণ হলে রোজা নষ্ট হবে না। কারণ, রক্তক্ষরণ ইচ্ছাকৃত নয়। একইভাবে দাঁত তোলা, ক্ষতস্থান ড্রেসিং করা কিংবা রক্ত পরীক্ষা করা ইত্যাদির কারণে রোজা নষ্ট হবে না। কারণ, এগুলো শিঙা লাগানোর পর্যায়ভুক্ত নয়।
৫. ইচ্ছাকৃত বমি করা ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায়, তাকে ওই রোজা কাজা করতে হবে না। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে, তাকে সেই রোজা কাজা করতে হবে।’ (তিরমিজি: ৭২০)
৬. ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব হায়েজ ও নিফাস বা ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব শুরু হলে রোজা নষ্ট হবে। মহানবী (সা.) বলেছেন, ‘যখন নারীদের ঋতুস্রাব হয়, তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না?’ (বুখারি: ৩০৪) সূর্যাস্তের একটু আগে স্রাব শুরু হলেও রোজা নষ্ট হয়ে যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন