শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাদিসে লজ্জা সম্পর্কে যা বলা হয়েছে

প্রকাশিত: সোমবার; ২১ আগস্ট, ২০২৩ খ্রি. - ১০:৪০ পি.এম. | দেখেছেন: ৪০০ জন।

হাদিসে লজ্জা সম্পর্কে যা বলা হয়েছে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

লজ্জার আরবি হায়া। নির্লজ্জতাই (ফাহশা) বেহায়াপনা। হায়ার সমার্থক শালীনতা, শিষ্টাচার, আত্মসংযম, আত্মসম্মান, অস্বস্তিবোধ, লজ্জাশীলতা, সংকোচ, দ্বিধা ইত্যাদি। পারিভাষিক অর্থে লজ্জাশীলতা হচ্ছে মানবীয় এমন চরিত্র, যা নিকৃষ্ট, কদর্য কথা ও কর্ম পরিহারে অনুপ্রাণিত ও উৎসাহিত করে এবং যথাযোগ্য হকদারকে অবহেলা ও উপেক্ষা করতে বাধা প্রদান করে।

অর্থাৎ লজ্জাশীলতা হলো আল্লাহর অপরিসীম দয়া, অনুগ্রহ ও ইহসানের প্রতি লক্ষ করা এবং নিজের ত্রুটি ও অক্ষমতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এ উভয়বিধ চিন্তার ফলে মানসপটে যে ভাবের উদয় হয়, তাকেই বলা হয় লজ্জাশীলতা। (রিয়াজুস সালেহিন)

 

লজ্জা দুই প্রকার—

জন্মগত ও স্বভাবগত লজ্জা : প্রিয় নবী (সা.) বলেন, লজ্জাশীলতা কল্যাণ আনে। (বুখারি) ওমর (রা.) বলেন, যে লজ্জা করল সে আড়ালে গেল।

যে আড়ালে গেল সে আত্মরক্ষা করল। আর যে আত্মরক্ষা করল সে পরিত্রাণ পেল।

 

অর্জিত লজ্জা : আল্লাহর পরিচয় ও তাঁর মহত্ত্ব, বান্দার নিকটবর্তী হওয়া, বান্দাদের ও তাদের কাজকর্ম দেখা, দৃষ্টির অবাধ্যতা ও অন্তরের গোপনীয় বিষয় সম্পর্কে তাঁর অবগতি প্রভৃতি জানার মাধ্যমে যে লজ্জা অর্জিত হয়। এটা হচ্ছে ঈমানের উচ্চ পর্যায়ের বৈশিষ্ট্য, এটা হচ্ছে সুন্দরতম, শ্রেষ্ঠতর গুণ।

প্রিয় নবী (সা.) বলেন, আল্লাহকে অনুরূপ লজ্জা করো যেমন কোনো লোক যথাযোগ্য স্বজন থেকে লজ্জা করে। (মিশকাত)

 

কোনো কোনো ব্যাখ্যাকারীর বর্ণনায় লজ্জা হলো প্রকৃতিগত, জ্ঞানগত ও শরিয়াগত। শরিয়তের বিধান পালনে লজ্জা বিশেষ সহায়ক। লাজুকতাকে প্রিয় নবী (সা.) ঈমানের অঙ্গ বলেছেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একদা প্রিয় নবী (সা.) এক আনসার ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সে তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিল।

এ সময় প্রিয় নবী (সা.) বলেন, তাকে ছেড়ে দাও। কেননা লজ্জা হলো ঈমানের অঙ্গ। (মুসলিম)

 

বহুল আলোচিত একটি হাদিসে আছে, ঈমানের ৭০টির বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বোত্তম হলো ‘আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই’—এ কথা বলা এবং সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর লজ্জা হলো ঈমানের একটি শাখা। (বুখারি ও মুসলিম)। প্রিয় নবী (সা.) বলেন, লজ্জা ও অল্প কথা ঈমানের দুটি শাখা। অশ্লীলতা ও বাকপটুতা মুনাফিকির দুটি শাখা। (তিরমিজি)

লজ্জা ইসলামের অনুষঙ্গ ও ধর্মীয় রীতির বিশেষ স্বভাব। প্রিয় নবী (সা.) বলেন, প্রতিটি ধর্মের একটি বিশেষ স্বভাব আছে। আর ইসলামের বিশেষ স্বভাব হলো লজ্জাশীলতা। (বুখারি)

প্রিয় নবী (সা.) আরো বলেছেন, লজ্জাশীলতা পুণ্য ও কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। অন্য বর্ণনায় আছে, লজ্জার সর্বাংশই উত্তম। (মুসলিম)

লাজুকতাকে মহান আল্লাহ ভালোবাসেন। প্রিয় নবী (সা.) বলেন, নিশ্চয়ই তোমার মধ্যে এমন দুটি চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য আছে, যা আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন। গুণ দুটি (ক) বুদ্ধিমত্তা (খ) লজ্জাশীলতা। (আদাবুল মুফরাদ)

বস্তুত, লাজুকতা মানুষকে পুণ্য কর্মে উদ্যোগী করে আর লজ্জাশীলতার কারণে সে জান্নাতের দিকে ধাবিত হয়। প্রিয় নবী (সা.) বলেন, লজ্জা ঈমানের অঙ্গ। আর ঈমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। আর দুশ্চরিত্রতার স্থান জাহান্নাম। (বুখারি)

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন