শনিবার; ৫ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
মিঠাপুকুরে সাংবাদিক রাশেদুল ইসলামের উপর দূর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ নিষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা

তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্রে দুই দোকানে চুরি

প্রকাশিত: বৃহস্পতিবার; ৩ এপ্রিল, ২০২৫ খ্রি. - ০৯:০৭ পি.এম. | দেখেছেন: ২৫ জন।

তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্রে দুই দোকানে চুরি


সিলেট:

 

 


সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। 


একদল সংঘবদ্ধ চোর গেল ২ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার বাদাঘাট বাজারের ব্যবসায়ী কামরুল ও মহসিনের দুই দোকান ফাঁকা পেয়ে বিভিন্ন মোবাইল কোম্পানীর মিনিট কার্ড, এববি কার্ড, ব্যানসন সিগারেটের প্যাকেট, নগদ টাকা চুরি করে নিয়ে যায়।


এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই বাজারের ব্যবসায়ীরা আত্বগোপনে থাকা সুনামগঞ্জ জেলা শহরের পশ্চিম তেঘরিয়া (পুরানপাড়ার) রহমত আলীর ছেলে ইউসুফ আলীর হোফাজতে থাকা চুরি করে নিয়ে যাওয়া এমবি, মিনিট কার্ডগুলোসহ তাকে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।


এ ব্যাপারে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার বণিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মামলার তদন্তকারি অফিসার এসআই আবুল কালাম চৌধুরী জানান,  ইউসুফের সহযোগি অন্য চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি, এখনো উদ্যার করা যায়নি চুরি হওয়া ব্যানসন সিগারেটের প্যাকেট গুলো ও নগদ টাকা।  
 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন