বৃহস্পতিবার; ৩ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
৫ কোটি টাকা আত্মসাৎ রংপুর পীরগাছার ইউএনও নাজমুল হকের বিরুদ্ধে ফুলবাড়ীতে ঈদ পুর্নমিলনী-২০২৫ অনুষ্ঠিত অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সিলেটে ১৭ ছিনতাইকারী আটক

প্রকাশিত: শনিবার; ২৯ মার্চ, ২০২৫ খ্রি. - ১২:৩০ পি.এম. | দেখেছেন: ৩৬ জন।

সিলেটে ১৭ ছিনতাইকারী আটক

 

সিলেট:

 

 


সিলেটে র‌্যাবের অভিযানে ১৭ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে র‌্যাবের কয়েকটি টিম অভিযানে অংশ নেয়।


শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর একেএম ফয়সাল।

 

র‌্যাব কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। মূলত ১৫ রমজানের পর থেকেই সিলেটের বিভিন্ন জেলায় ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ছিনতাইকারীদের আটকে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে র‌্যাব-৯।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাবের কয়েকটি টিম বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালায়। এ সময় সিলেট মহানগর এলাকা থেকে ৭, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জনসহ সর্বমোট ১৭ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

 

র‌্যাব উপঅধিনায়ক আরও জানান, আটকদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন