শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিরছেন কোয়েল মল্লিক

প্রকাশিত: রবিবার; ২৯ আগস্ট, ২০২১ খ্রি. - ১১:৫৬ এ.এম. | দেখেছেন: ৬৩৯ জন।

ফিরছেন কোয়েল মল্লিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মিষ্টি অভিনেত্রীর হাসিতে পাগল গোটা টলিউড। সামনেই দুর্গা পুজো। আর দুর্গা পুজো মানেই মহালয়ার মা দুর্গা। কাক ভোরে বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় মহালয়া শুনে আজও ঘুম ভাঙে বহু বাঙালির। অনেকে তো টেলিভিশনের সামনে ধুপ-ধুনোও দেন দেবীর আরাধনায়। মহালয়ার সকাল মানেই টেলিভিশনে মা দুর্গার অসুর বধ দেখার পালা। বিভিন্ন টেলিভিশনে মহালয়ার জন্য আলাদা করে পর্ব তৈরি হয়। আর কে হবে মহালয়ার দুর্গা, তা নিয়ে চলে জল্পনা। আগে শুধু ডিডি ১-এর মা দুর্গাকে দেখার জন্যই অপেক্ষায় থাকতেন সকলে। তবে এখন বিষয়টা অন্য। প্রত্যেকটা বাংলা চ্যানেলেই এখন মহালয়া দেখানো হয়। সেখানে প্রতি বছর বদলে যায় মা দুর্গার রূপে অভিনয় করা নায়িকার মুখ। এবার ফের দুর্গা হতে চলেছেন কোয়েল মল্লিক। এমন একটা বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে। কোয়েল এর আগেও দুর্গা সেজেছেন। ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের মা দুর্গা রূপ প্রশংসা পেয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও কোয়েল সেজেছিলেন দুর্গা। ২০১৮ এবং ২০১৯ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা যায় কোয়েল মল্লিককে। কিন্তু এবার কোন চ্যানেলে তিনি মা দুর্গা রূপে আসবেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে চলেছে। এই চর্চার পিছনে রয়েছে কোয়েলের একটি ইনস্টা পোস্ট। কোয়েল তাঁর ইনস্টা স্টোরিতে মহালয়ার মিটিং সেরে ছবি দিয়েছেন। লিখেছেন, ‘কালার্সবাংলার মহালয়ার শ্যুটিংয়ের প্রস্তুতি মিটিং।” এই ছবি দেখেই সকলে বলতে শুরু করেছেন তবে কোয়েলই কি কালার্স বাংলায় দুর্গা হচ্ছেন এবার? যদিও চ্যানেল কতৃপক্ষ এ বিষয়ে এখনও স্পষ্ট করেননি। কারণ মহালয়ায় কে দুর্গা হচ্ছে তা নিয়ে মানুষের আগ্রহ থেকেই যায়। প্রোমো সামনে আসতেই সকলে বুঝে যান, কে হচ্ছে দুর্গা। কোয়েল সত্যিই এবার কালার্সের দুর্গা হচ্ছেন কিনা তা জানা যাবে প্রোমোতেই। তবে কোয়েলের এই পোস্ট সেই দিকেই ইঙ্গিত করছে। আপাতত এই বিষয় নিয়েই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন