মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরস্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে চারজনের একটি টিম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু আহমেদের বাড়িতে ২টি মোটরসাইকেলে বিশেষ কায়দায় তেলের টাংকিতে রাখা ১৫১ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল ২টি জব্দ করেছে।
মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেনসিডিল রাখার সময় দূর থেকে পুলিশকে আসতে দেখে রাজু আহমেদ সহ আরো দুইজন পালিয়ে যায়।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আমাদের ফুলবাড়ী থানার পুলিশ টিম পুরুষা পুরুষা গ্রামের রাজু আমাদের বাড়ি থেক ১৫১ বোতল ফেনসিডিল ও ২ টি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।