মো:মনিরুজ্জামান জাহিদ
বগুড়া জেলা সংবাদদাতা:
ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ জন অসহায় গরীবদের মাঝে আস্ত গরু জবাই করে ঈদ উপহার হিসেবে গোসত বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ রবিবার দুপুরে পৌর টিপুর মোড় জামিয়া ছিদ্দিকিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সভাপতি বিএমইটি নন-গেজেটেড সরকারি কর্মচারী সমিতি ও ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব ছালজার রহমান, ফাউন্ডেশনের সহ-সভাপতি রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান, সদস্য গোলাম মোস্তফা, সাজেদুল করিম মাসুদ সহ আরও অনেকে।