লিখন সরকার,
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:
১লা এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় গঙ্গাচড়া উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার আমির, মাওলানা মোঃ নায়েবুজ্জামানের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি সেক্রেটারি, রংপুর মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাবেক সহকারি সেক্রেটারি রংপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাবেক আমির গংগাচড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, চেয়ারম্যান, গঙ্গাচড়া উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশন, রংপুর (১) গঙ্গাচড়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, অধ্যাপক রায়হান সিরাজী।
উপস্থিত থেকে আলোচনা করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক তাজ উদ্দিন।
আরো বক্তব্য রেখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি।
বক্তব্য রেখেছেন, কোলকোন্দ সাউদপাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ,জামায়াত নেতা, মাওলানা মোঃ রোকনুজ্জামান।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোলকোন্দ ইউনিয়ন শাখার সভাপতি, মো: আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো; জাহাঙ্গীর আলম ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গঙ্গাচড়ার ০৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বায়তুল মাল, ইউনিট সভাপতি সেক্রেটারি, দায়িত্বশীল কর্মী, সাথী ও সমর্থক, এবং ইসলাম প্রিয় দিন প্রিয় গঙ্গাচড়ার সাধারণ জনগণ।
অনুষ্ঠানের মাঝখানে অনুষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সবার মাঝে ঈদের মিষ্টিমুখ উপলক্ষে মিষ্টি বিতরণ করেন।
নায়েবে আমি অধ্যাপক তাজ উদ্দিন ওনার সংক্ষিপ্ত আলোচনায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী সালের জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমরা জুন মাস হিসাব করবো না আমরা মনে করব ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় তাজউদ্দিন বলেন আমাদের আর বসে থাকার সময় নাই। গংগাচড়ার প্রতিটি ইউনিট মোটিফাই করার জন্য পাশাপাশি সবার মাঝে নির্বাচনী প্রচার পৌঁছে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সাবেক নায়েবে আমি অধ্যক্ষ আব্দুল গনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনায়, বাংলাদেশ জামায়াতি ইসলামীর অগ্রগামী ভূমিকার অত্যান্ত ত্যাগী নেতা, শাহ মো: রুহুল ইসলাম সুজা মিয়া পীর সাহেবের বিদেয়ী রুহের মাগফেরাত কামনা করেন।
জৈষ্ঠ ত্যাগী নেতা, তসলিম চাচা, হুজুর আলী চাচা, মাওলানা ইউনুস আলী সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন তাদের শেফার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় সর্বপ্রথম মহান রববে করিম এর কাছে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করেন যে, দীর্ঘ ১৬ বছর পর এই উন্মুক্ত আকাশে খোলা ময়দানে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রান খুলে দ্বীনের আলোচনা করার সুযোগ পেয়েছে।
তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, আল্লাহর জমিনে কুরআনের আইন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইতিপূর্বে যারা নিরলস পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুমের হাত থেকে রক্ষা পাননি এরকম পরীক্ষিত সৈনিক দের প্রতি।
জুলাই আগস্ট এর বিপ্লবী আন্দোলনে ছাত্রজনতা যারা শাহাদাতবরণ করেছেন তেনাদের রুহের মাগফেরাত কামনা করেন।
বিপ্লবী আন্দোলনে ৩০ হাজার ছাত্র জনতার বিভিন্ন অঙ্গ হানির প্রেক্ষিতে তাদের জন্য শেফায়ে কামেলা,আজেলা কামনা করেন।
আলোচনা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমস্ত নেতাকর্মী সমবেতভাবে আনুমানিক ছয় সাতশত মোটরসাইকেল যোগে রংপুর (১) গংগাচড়া আসনের প্রতিটি রোডে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করেন।
মোটরসাইকেল বহর শেষে সবাই গংগাচড়া ডাক বাংলো মাঠে উপস্থিত হন।
উপজেলা আমির মাওলানা মো: নায়েবুজ্জামান সমবেত হাজেরিনদের উদ্দেশ্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের নিমিত্তে আপনাদের জান ও মাল দ্বারা অর্ধ দিবসের অক্লান্ত পরিশ্রমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরিশেষে তিনি সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।